এস ও এস হারম্যান মেইনার স্কুল খুলনা এস ও এস চিলড্রেন্স ভিলেজ খুলনার সবুজ আঙিনায় প্রতিষ্ঠিত। মান সম্মত শিক্ষা ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিচালিত হচ্ছে সেই অভিলক্ষ্যে। শিক্ষার্থীদের মানবিক চেতনায় উদ্বুদ্ধ করতে সহপাঠ্যক্রম চর্চার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়। দেশ প্রেমিক মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে বিদ্যালয়ের কর্মপরিকল্পনা সংশোধিত হয়ে থাকে।
দক্ষ শিক্ষকমন্ডলী,শিক্ষার্থী বান্ধব পরিবেশ ও শিশু সুরক্ষা নীতিমালা অনুসরণের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকের প্রীতিমধুর সম্পর্ক বিদ্যালয়ের ঐতিহ্য।
মোঃ শহীদুল ইসলাম
সভাপতি
এস ও এস হারম্যান মেইনার স্কুল খুলনা ও প্রকল্প পরিচালক এস ও এস চিলড্রেন্স ভিলেজ খুলনা